গণিত অলিম্পিয়াডে মেধার লড়াই শুরু

১৬ জুলাই, ২০১৯ ১৩:৫১  
ইংল্যান্ডের বাথে শুরু হয়েছে ৬০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। সোমবার ১১৬টি দেশের প্রায় ৬০০ খুদে গণিতবিদদের প্যারে দিয়ে ৯০ বছরের পুরোনো একটি ভবনের থিয়েটার হলে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিযোগিতার উদ্বোধন করেন গণিত অলিম্পিয়াডের প্রেসিডেন্ট জেফ স্মিথ। মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হয় গণিতের এ লড়াই। প্রাক-বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সবচেয়ে বড় এই লড়াইয়ে বাংলাদেশের পতাকা নিয়ে যোগ দিয়েছেন ৬ প্রতিযোগী। এরা হলেন, এসওএস হারমান মেইনার কলেজের এম আহসান আল মাহীর, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সৌমিত্র দাস, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের আহমেদ ইত্তিহাদ হাসিব, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের মো. মারুফ হাসান রুবাব, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের দেওয়ান সাদমান হাসান ও নটর ডেম কলেজের মাশরুর হাসান ভূঁইয়া। গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার এবং উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকা সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েল ডিজিবাংলা-কে প্রতিযোগিতা স্থল থেকে জানান, রোববার রাত ১টায় তারা বাথ বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। সেখানে তাদের ৯ সদস্যকে স্বাগত জানান গণিত অলিম্পিয়াডের সাবেক সমন্বয়কারী ইব্রাহিম খলিল উল্লাহ। সেখান থেকে বাসে করে আজারবাইজান ও পোল্যান্ড দলের সঙ্গে তারা বাথ বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। সেখানকার ইস্টউডের দুটি লাগোয় ছাত্রাবাসে তারা অবস্থান করছেন। ‍যুক্তরাজ্য থেকে জুয়েল বলেন, আজ সাড়ে ৪ ঘণ্টা ধরে এই প্রতিযোগিতা চলবে। সাতদিন পড়ে আরেকটি প্রতিযোগিতা হবে। ২১ জুলাই ঘোষণা করা হবে ফল। প্রতিযোগীরা দেশের ভাবমর্যাদাকে সমুন্বত করবে এমন প্রত্যাশায় এখন আমরা অপেক্ষা করছি। প্রসঙ্গত, ২০০৪ সালে বাংলাদেশ আইএমওর সদস্য হয়। ২০০৫ সাল থেকে বাংলাদেশ আইএমওতে অংশ নিচ্ছে। ১৫ বারের মতো বাংলাদেশ এবারের আইএমওতে অংশ নিচ্ছে। এ পর্যন্ত একটি স্বর্ণপদক, ছয়টি রৌপ্যপদক, ২২টি ব্রোঞ্জপদক ও ২৭টি সম্মানজনক পদক পেয়েছে বাংলাদেশ।